ABP Ananda LIVE : ইন্ডিগো বিপর্যয়ে আজও বহু উড়ান বাতিল হল। কলকাতা বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ইন্ডিগোর ৭৬টি উড়ান। আজও চরম দুর্ভোগে যাত্রীরা। ইন্ডিগোর বিরুদ্ধে ক্ষোভ আদে থেকেই জানানো হচ্ছে যাত্রীদের।