জয়পুরে মালবীয় নগরে ভেঙে দেওয়া হল এক পাঁচ তলা বিল্ডিং। সেখানে আসলে হচ্ছিল একটি হোটেল। কিন্তু নির্মাণকাজ চলাকালীন একদিকে বিল্ডিংটি হেলে পড়ে। যাতে কোনও দুর্ঘটনা না হয়, তাই সেই বিল্ডিংটি ভেঙে ফেলা হয়েছে। নির্মাণ কাজ পুরো শেষ হওয়ার আগেই যাতে বিল্ডিংটি না ভেঙে পড়ে, তাই আগেই সেটি ভেঙে দেওয়া হয়েছে। জেসিবি মেশিনের সাপোর্টও দেওয়া হয়। মাত্র ৫ সেকেন্ডের মধ্যে ৫ তলা বিল্ডিংটি ভেঙে দেওয়া হয়।