শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে তীব্রতা ৭.৬। যার জেরে ভয়াবহ সুনামির সর্তকতা জারি হয়েছে। হোক্কাইডো, ইওকা, আওমোরিতে সুনামির বিশেষ সতর্কতা জারি। প্রায় ৩ মিটার উঁচুতে উঠে গিয়েছিল ঢেউ। এমনটাই জানিয়েছে জাপান Japan Meteorological Agency (JMA)। এর ফলে স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। উল্লেখ্য, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিট নাগাদ জাপানের উত্তর এবং পূর্ব প্রান্ত কেঁপে ওঠে।