রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফা ও রাজীব কুমার, বিধাননগরের সিপিকে রাজ্য সরকারের শোকজের পর পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো বলেন, 'এর পিছনে কে আছে, তাঁকে দেখতে হবে। কারা আছে? এই অরূপ বিশ্বাস আর মন্ত্রী সুজিত বসু। এই দু'জন আছে। শুধুমাত্র পদত্যাগ করে লাভ নেই। ওই পুলিশকে শুধুমাত্র বলির পাঁঠা করে লাভ নেই। আসল দোষী যাঁরা, তাঁদের দুজনকেই গ্রেফতার করা উচিত। এটাই আমাদের পক্ষ থেকে দাবি।'