৫ লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে এক চিকেন প্যাটিস বিক্রেতাকে কয়েকজন বিরাট মারধর করেন। সেই প্রসঙ্গে কার্তিক মহারাজের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'খুব অন্যায় হয়েছে। আমি এই ঘটনার জন্য ভীষণভাবে দুঃখিত। আমি যদি তখন জানতে পারতাম,তা হলে নিজে গিয়ে প্রতিবাদ করতাম। কারণ, এটা ঠিক নয়। মানুষ এসেছেন, তাঁরা ব্যবসা-বাণিজ্য করবেন। ভক্তদের যার যা ইচ্ছে সেই খাবার খাবেন। আমরা সম্পূর্ণ নিরামিষভোষী। কিন্তু যারা মাছ-মাংস খাবে তাদের বিরোধিতা করার কিছু নেই। আমি করব না। আর কেনই বা করব!'