কোচির কালামাসেরিতে ধর্মীয় সভায় বিস্ফোরণ। আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও বেসরকারি হাসপাতালে। বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আজ সর্বদল বৈঠক ডেকেছেন। ইতিমধ্যেই পুলিশের তরফে ২০ জনের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। গতকাল সকালে কোচির ওই কনভেনশন সেন্টারে ধর্মীয় সভায় যোগ দেন প্রায় আড়াই হাজার মানুষ। কয়েক মিনিটের ব্যবধানে ৩-৪টি বিস্ফোরণ হয় বলে স্থানীয়দের দাবি। পুলিশের দাবি, IED বিস্ফোরণ। ঘটনাস্থলে যায় NIA ও NSG।