ABP Ananda LIVE: 'যতক্ষণ আপনারা সকাল থেকে বসেছিলেন পুলিশ কোনও ব্য়বস্থা নেয়নি। সন্ধ্যার পর যখন বিকাশ ভবনের কর্মীরা বাড়ি যাবে, আপনারা যেতে দেবেন না। গেট ভেঙে ভিতরে ঢুকছে, সেটাই তো একটা আইনভঙ্গ। যেটুকু যা হয়েছে বাকিটা পুলিশ বুঝবে'। মন্তব্য কুণাল ঘোষের।