ABP Ananda LIVE : 'আজ সকালে কলকাতায় বিশৃঙ্খলা দেখেছি, কিন্তু হায়দরাবাদে অনুষ্ঠানটি অত্যন্ত সফল ছিল', বললেন মেসি ভক্ত। ABP Ananda LIVE : কলকাতায় বিশৃঙ্খলা, হায়দরাবাদে নির্বিঘ্নেই মেসির অনুষ্ঠান। উপ্পল স্টেডিয়ামে ফুটবল পায়ে মেসি, দেখালেন স্কিল। কলকাতার অবস্থা দেখলাম, এখানে প্রোগাম সফল।