পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি মনোজ পন্থ বলেন, 'সব রিপোর্ট পাবেন। সবার সঙ্গে আলোচনা করা হয়েছে। আরও আলোচনা করতে হবে। সবদিক খতিয়ে তদন্ত হবে। তদন্তের পর যে রিপোর্ট উঠে আসবে, আপনারাও পাবেন। আজ প্রথম দিন, এখন স্টেডিয়ামের অবস্থা কেমন, আমরা দেখে গেলাম। প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। একটু সময় দিন। সব প্রশ্নের উত্তর আমরা রিপোর্টে দেব। আমাদের একটু তো সময় দিন। গতকাল থেকে যা যা করার, তা আমরা করেছি। এর উপরে আরও আলোচনা করব। প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব।'