ওড়িশায় রাজ্যের পরিযায়ী শ্রমিক খুন। মুখোশ পরে ঘরে ঢুকে পিটিয়ে খুন, অভিযোগ মৃতের মায়ের। পিছন থেকে ছেলেকে রড দিয়ে মাথায় মারা হয়েছিল, দাবি মৃতের মায়ের। নিহত যুবকের দেহ ফিরল মুর্শিদাবাদের সুতি গ্রামে। থমথমে এলাকা।