'বিশ্বের যে কোনও জায়গায় ভারতীয়রা বিপদে পড়লে ভারতীয় সেনা (Indian Army), ভারতের নিরাপত্তা বাহিনী তাঁদের বাঁচাতে সদা তৎপর থাকে। ভারতের সুরক্ষা এবং ভারতীয়দের সেবার জন্য ভারতীয় সেনা ও ভারতের নিরাপত্তা বাহিনী সবসময় আগে থাকে। তার জন্য সেনা ও নিরাপত্তা বাহিনীর সব সদস্যকে নিয়ে গর্ব বোধ করি', বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এখন এমন সময় যখন ভারতের সীমান্ত সুরক্ষিত রাখা প্রয়োজন বলে মন্তব্য প্রধানমন্ত্রীর। 'ভারত ততক্ষণ সুরক্ষিত, যতক্ষণ সীমান্তে হিমালয়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে থাকবে ভারতীয় সেনা। আপনাদের সেবার কারণেই ভারত সুরক্ষিত ও সমৃদ্ধির পথে এগোচ্ছে,' মত মোদির (Narendra Modi)।