'গণতন্ত্রে কাজ হয়, প্রমাণ করেছে ভারত। সংসদে আলোচনার পরিবেশ বজায় রাখুন। পরপর পরাজয় হতাশাগ্রস্ত কংগ্রেস। হারের হতাশাকে আলোচনার ময়দানে টেনে আনবেন না'। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রীর বার্তা। আজ থেকে শীতকালীন অধিবেশন।