ABP Ananda Live: নীতি আয়োগের বৈঠকে উন্নয়নের সওয়াল প্রধানমন্ত্রীর। ‘উন্নয়নের গতি বাড়াতে হবে’। ‘কেন্দ্র ও সব রাজ্য একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়’। 'প্রত্যেক ভারতীয়রই লক্ষ্য উন্নত ভারত'। 'প্রত্যেক রাজ্য উন্নত হলে ভারত উন্নত হবে'। ‘এটাই ১৪০ কোটি ভারতবাসীর আশা’। নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকে মন্তব্য বার্তা মোদির।