ABP Ananda LIVE: 'সন্ত্রাসবাদকে উপড়ে ফেলেছে ভারত, গুজরাতের গান্ধীনগরে গিয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর। তিনি আরও বলেন, 'সন্ত্রাসবাদকে উপড়ে ফেলেছে ভারত। দেশবাসীর মনে জাতীয়তাবাদের আবেগ। সোজা লড়াইয়ে না পেরে ছায়াযুদ্ধ পাকিস্তানের। সুযোগ পেলেই নিরীহদের মেরেছে পাকিস্তান। এবার গুলির জবাব গুলিতে'।