ABP Ananda LIVE: এবার গুলির জবাব গুলিতে, গুজরাতের গান্ধীনগরে হুঙ্কার প্রধানমন্ত্রীর। তিনি আরও বলেন, 'দেশবাসীর মনে জাতীয়তাবাদের আবেগ। সোজা লড়াইয়ে না পেরে ছায়াযুদ্ধ পাকিস্তানের। সুযোগ পেলেই নিরীহদের মেরেছে পাকিস্তান। এবার গুলির জবাব গুলিতে'।