ABP Ananda LIVE: ২০২৩ সালের সেপ্টেম্বরে অনন্তনাগের ঘন বনাঞ্চলে একটি অভিযানে সশস্ত্র রাষ্ট্রীয় রাইফেলের সিপাহী পারদীপ সিং গুলিবিদ্ধ হন। গুরুতর জখম হওয়া সত্ত্বেও, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে সন্ত্রাসীদের খতম করেন। গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিপাহী পারদীপ সিংকে (মরণোত্তর) শৌর্য চক্র প্রদান করেন।