'অযোধ্য়ায় রামের মূর্তি স্থাপনও বিধি মেনে করা উচিত। নির্দিষ্ট বিধি পালন করাই প্রধানমন্ত্রীর দায়িত্ব। তা না করে নিজের নাম প্রচার করার অর্থ ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করা। সবকিছুতে দখলদারি করা উন্মাদের লক্ষণ', মন্তব্য পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর।