বিজেপির ভোট চুরি ধরা পড়ে গিয়েছে। আসল সত্যিটা সকলে এ বার জানতে পেরে যাবে। এমন কথাই শোনা গেল রাহুল গান্ধীর মুখে। তিনি বলেন, 'হয়তো সময় লাগতে পারে। কিন্তু হিন্দুস্থানে সত্যির জয় হবে। অমিত শাহ, মোদিজি আপনারা যত ভাষণ দেওয়ার দিন, শেষে এই দেশে সত্যির জয় হবে। মহাত্মা গান্ধী আমাদের রাস্তা দেখিয়েছিলেন। ওই রাস্তাতেই আমরা চলি। আর সত্য়ি দিয়েই আপনাকে বের করব। সত্যি ও অহিংসার সঙ্গে আমরা নরেন্দ্র মোদি, অমিত শাহকে হারিয়ে দেখাব। আপনারা দেখেছেন, আমি অমিত শাহের কথা তো বলেছি, আপনারা মোদিজির মুখখানা দেখুন, ভাল করে দেখুন। যা আমার বোন বলল, মোদিজির আত্মবিশ্বাস শেষ হয়ে গিয়েছে। উনিও জানেন তাঁদের ভোট চুরি ধরা পড়ে গিয়েছে। আর অল্প সময়ই বাকি রয়েছে। পুরো দেশ আমাদের সত্যিটা জানতে পেরে যাবে।'