চন্দ্রযান তিনের সাফল্য় ভারতের বড় সাফল্য। কলকাতায় Indian Centre for Space Physics-এর এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য় ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মার। ICSP-র বিজ্ঞানী ও পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন তিনি।