কলকাতা পারেনি, হায়দরাবাদ পেরেছে, আর পেরেছে মুম্বইও। শনিবার যুবভারতীতে মেসির দর্শন পাননি অনেক দর্শক। যার ফলে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। কিন্তু হায়দরাবাদে, মুম্বইয়ে তা হয়নি। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসির সঙ্গে সাক্ষাৎ হয়েছে সচিন তেন্ডুলকরের। মেসির হাতে সচিন তেন্ডুলকর ১০ নম্বর লেখা জার্সি তুলে দেন। আর সচিনকে একটি ফুটবল উপহার দেন মেসি। মায়ানগরীতে মেসি ম্যাজিক। হাউসফুল ওয়াংখেড়ে সাক্ষী রইল দুই কিংবদন্তির সাক্ষাতের।