ABP Ananda LIVE: তৃণমূল কংগ্রেস zero tolerance! তৃণমূল কংগ্রেসের zero tolerance সেটা... যদি কোনও নেতা হাত পেতে টাকা নেন সেই প্রশ্নেও বলে, আবার কোথাও যদি ভোটলুঠ হয় তাতেও বলে। কিন্তু zero tolerance-টা কি ঘটনার আগে না পরে? এই প্রশ্ন আমি করছি তা নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও মনে হয় করেছেন, মন্তব্য বিশ্বনাথ চক্রবর্তির।