ABP Ananda LIVE: কালকে পশ্চিমবাংলার একটা কোনও ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর মরুক, সেই ওয়ার্ডে By Election হোক, আর মেরে ধরে তৃণমূল জিতুক, এই সবকটা তৃণমূলের মহাপুরুষ বিকেল বেলা তৃণমূল ভবনে প্রেস কনফারেন্স করে বলবে, এই যে সাউথ ক্য়ালকাটা ল' কলেজকে নিয়ে জঘন্য চক্রান্ত করা হয়েছিল, বাংলাকে বদনাম করার জন্য, আমাদের ভগবানের মতো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালি ছেটানোর জন্য...এই দেখুন আমরা সব ওয়ার্ডে জিতে গিয়েছি... সব মিথ্যে, আর আমরা তৃণমূল সত্যি: শতরূপ ঘোষ