ABP Ananda LIVE: সাউথ ক্য়ালকাটা ল' কলেজ একটা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ, এটা কোনও প্রাইভেট কলেজ নয়। প্রাইভেট কলেজেও দেখবেন, যখন কোনও নিয়োগ হয় একটা বিজ্ঞপ্তি বের হয়, যাঁরা বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য তাঁরা গিয়ে আবেদন করেন। এটা একটা সরকারি মদতপুষ্ট কলেজ...সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ। এটা তো কারও টাকা নয়, একজন অস্থায়ীকে রাখছে, সেটা একদিনের জন্য রাখুক বা ৩০ দিন বা ৪৫ দিনের জন্য রাখুক এর জন্য একটা বিজ্ঞপ্তি দিতে হবে, যাতে যাঁরা যাঁরা ওই পদের জন্য যোগ্য সবাই আবেদন করতে পারবেন এবং সেই আবেদনের ভিত্তিতে যোগ্যতার নিরিখে কাউকে একজনকে চাকরি দেওয়া হবে। অস্থায়ী পদে নিয়োগ প্রসঙ্গে মন্তব্য আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের।