Saradha Scam: সারদাকাণ্ডে রাজীব কুমারের জামিন মামলা, শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানি। '৬ বছর ধরে মামলা ঝুলে রয়েছে, এটা বিস্ময়কর। গত ৬ বছরে তদন্তের জন্য রাজীব কুমারকে ডাকাও হয়নি। ৬ বছর ধরে মামলা ঝুলে রয়েছে, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি' CBI-এর উদ্দেশ্যে মন্তব্য সুপ্রিম কোর্টের। 'কেন ৬ বছর ধরে মামলা ঝুলে রয়েছে, বিষয়টি শুনলে অবাক হবেন', সওয়াল সলিসিটর জেনারেল তুষার মেহতার। '২০১৯ সালেই আগাম জামিন পেয়েছেন রাজীব কুমার। এখনও পর্যন্ত সিবিআই ডাকেনি, ভাবমূর্তি কালিমালিপ্তের চেষ্টা', রাজীব কুমারকে হেনস্থা করছে CBI, সুপ্রিম কোর্টে সরব DGP-র আইনজীবী।