জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বড় ধরণের প্রশ্নচিহ্ন, সংসদের ঘটনায় মন্তব্য শশী পাঁজার। সংসদে তাণ্ডবে ধৃত ললিত ঝাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। স্মোক-ক্যান হামলার পর, রাজস্থানে গিয়ে প্রমাণ লোপাটে, পুড়িয়ে দেওয়া হয় সহযোগীদের মোবাইল।