কংগ্রেসের প্রবীণ নেত্রী কুমারী শৈলজা বলেন 'আমরা আগেই বলেছি মনরেগা অত্যন্ত সফল প্রকল্প। প্রধানমন্ত্রীকে মেনে নিতে হবে এটা গ্রাসরুট স্তরে অনেককে সাহায্য করেছে। এখন ওরা পুরোপুরি বদলে ফেলতে চাইছে, শুধু প্রকল্পটাই নয়, ওরা মহাত্মা গান্ধীর নামটাও জনগণের কাছ থেকে মুছে ফেলতে চায়। কিন্তু মনে রাখতে হবে মহাত্মা গান্ধীর নাম কখনও জনগণের মন থেকে মুছে ফেলা যাবে না। ওরা ভিরামজি বিল পাস করেছে ঠিকই। কিন্তু ওরা কেন মহাত্মা গান্ধীর নাম কেন বদলে ফেলল? ওরা পুরো দেশটাকেই বদলে ফেলতে চায়। গরিবরা, যাঁরা গ্রামে বাস করে, তাঁরা কাজ পাচ্ছিল। ওরা অধিকার কেড়ে নিতে চাইছে। আবার যেন হাতে বাটি ধরতে হয়, সেটা চাইছে।'