জম্মু ও কাশ্মীরে বড়দিনের আগে তুষারপাত। ফের একবার তুষারপাতের সাক্ষী হল গুলমার্গ। চারিদিক সাদা রঙের এক চাদরে যেন ঢেকে গিয়েছিল।