ABP Ananda LIVE: হাইকোর্টের পরামর্শ মেনে প্রশাসনের তরফে সল্টলেকের সেন্ট্রাল পার্কে ছাউনি তৈরির কাজ শুরু। বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্নার ১৯ তম দিন। কাল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন চাকরিহারারা। হাইকোর্টের পরামর্শ মেনে প্রশাসনের তরফে সল্টলেকের সেন্ট্রাল পার্কে ছাউনি তৈরির কাজ শুরু । রাতেই বায়ো টয়লেট বসানো হয় বিধাননগর পুরসভার তরফে। পর্যাপ্ত পরিকাঠামো তৈরি হলে সেন্ট্রাল পার্কে সরবে ধর্নাস্থল। প্রশাসনের তরফে কালের মধ্যে আলোচনায় না বসলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারাদের। দলমত নির্বিশেষে সমস্ত সাংসদকে চিঠি দিচ্ছেন SSC ২০১৬-র চাকরিহারারা।