মেসি দর্শন না হওয়ায় যুবভারতীতে যে বিশৃঙ্খলা দেখা গিয়েছিল, তার জন্য তদন্ত কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার নিরপেক্ষ তদন্তের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আমি রাজ্যপাল মহোদয় আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার লোককে দিয়ে লোকদেখানো তদন্ত কমিটি নয়, সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার। এটা আমরা কাল থেকে বলেছি। অবিলম্বে সুজিত বোস ও অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেফতারের কথা বলা হয়েছে। এবং সমস্ত অর্থ টিকিটের যা বিক্রি হয়েছিল, দাম হিসেবে সেই অর্থ দ্রুততার সঙ্গে ফেরতের দাবি জানিয়েছি।'