লিওনেল মেসির সঙ্গে যুবভারতীতে সাক্ষাৎ হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যুবভারতীতে আসছিলেন মমতা। কিন্তু চরম বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার ফলে তিনি ফিরে যান। এই নিয়েই সওয়াল করেছেন শুভেন্দু। মেসির কলকাতা সফরের পরের দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছেন কেন? গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গিয়েছেন কেন? তিনি তো বিধানসভায় কিছুদিন আগেই বলছিলেন, যখন বিজেপি বিধায়করা এলওপিকে সাসপেন্ডের প্রতিবাদ করেছিল। এই হুমায়ুন তুমি বসো। বলছিল, আমি একাই একশো। এত সাহসী মহিলা, বাংলার অগ্নিকন্যা গাড়ি ঘুরিয়ে মার ছুট। চাঁচা আপন প্রাণ বাঁচা দে ছুট, মার ছুট। উনি চলে এলেন না কেন? এসে মাইক ধরে নিতেন। জয় বাংলা তোমরা বসে পড়ো।'