যুবভারতীতে মেসির দর্শন ঘিরে বিশৃঙ্খলাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'শতদ্রুকে গ্রেফতার করেই বলির পাঁঠা করা হয়েছে। প্রথম গ্রেফতারটা করা উচিত অরূপ বিশ্বাসকে। দ্বিতীয় গ্রেফতার সুজিত বসুকে করা উচিত। তারপরের গ্রেফতার শতদ্রু দত্তকে করা উচিত। মেসি ২০ মিনিট থেকে চলে যেতে বাধ্য হলেন অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রীর পরিবার, সুজিত বসুর পরিবারের অত্যাচারে।'