আবগারি দুর্নীতি মামলায় ইডি-র হাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি ঘিরে ভোটের মুখে তপ্ত জাতীয় রাজনীতি। দিল্লির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন আপ সমর্থকরা। সূত্রের খবর, কেজরিওয়ালকে যাতে ১০ দিনের জন্য হেফাজতে পাওয়া যায়, তার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির মুখ্যমন্ত্রীকে ১০০ কোটি টাকার ঘুষের বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। সূত্রের খবর, দিল্লিতে ইডি-র সদর দফতরে লকআপেই রাত কাটিয়েছেন কেজরিওয়াল। রাতে তাঁকে কোনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। দুপুর দুটো নাগাদ রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে কেজরিওয়ালকে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গতকালই আম আদমি পার্টির প্রধানকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লোকসভা ভোটের ঠিক আগে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে রাজধানীজুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন আম আদমি পার্টির নেতাকর্মীরা। চলছে দিল্লি পুলিশের ধরপাকড়।