Tmc News: ত্রিপুরায় জন্মদিনে কেক কাটা বিতর্কের প্রসঙ্গ টেনে বিস্ফোরক বীরবাহা হাঁসদা । 'আগামী দিনে ঝান্ডা বাঁধার মতো একটা খুঁটিও যেন বিজেপি না পায়' বাঁকুড়ার তালডাংরায় মন্তব্য বনমন্ত্রীর । বিজেপির সরকার যদি কোনওভাবে আসে...' '...তাহলে ত্রিপুরার মতো এখানেও আমরা গাড়িভাড়া পাব না' । 'আমার মতো গ্রামের ছেলেমেয়েরা যদি কেক কেটে খায়' । 'তাতেও কিন্তু বাধা দেবেন বিজেপি' 'আগামী দিনে একটাও ঝান্ডা বাঁধার মত খুঁটি যেন বিজেপি না পায়' । তালডাংরার সভায় বললেন বীরবাহা হাঁসদা । পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।