উচ্চতা কম বলে পড়ার সুযোগ মেলেনি। কিন্তু ডাক্তার হওয়ার জেদ ছিল প্রবল। সুপ্রিম কোর্ট অবধি চলেছে আইনি লড়াই। তবু হাল ছেড়ে দেননি গুজরাতের গণেশ বড়ইয়া। ২০১৯-এ সুপ্রিম নির্দেশে এমবিবিএসে ভর্তি হন। এখন গুজরাতের সরকারি হাসপাতালে চিকিৎসা করছেন।