বড়দিনে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় ISIS-র ঘাঁটি লক্ষ্য করে আমেরিকার হামলা। এই হামলায় কতজন কর্মীর মৃত্যু হয়েছে বা ক্ষয়ক্ষতি পরিমান এখনও জানা যায় নি। ডোনাল ট্রাম্পের দাবি ISIS-র ঘাঁটিতে নিখুঁত অভিযান চালানো হয়েছে ।