রাজ্য় পেল আরও তিন বন্দে ভারত। ঝাড়খণ্ডের টাটানগর থেকে ৬টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্য়ে বাংলা পেল হাওড়া-ভাগলপুর, হাওড়া-গয়া এবং হাওড়া-রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস। এদিন হাওড়া-রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন উপলক্ষে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।