ABP Ananda LIVE: জলমগ্ন রাজধানী। ভারী বৃষ্টির জেরে জলময় দিল্লির পথ, ঘাট, সড়ক। ভারী বৃষ্টির জেরে দিল্লির একাধিক এলাকায় জল জমে গিয়েছে।