TMC News: বাংলার আঁচে তপ্ত ত্রিপুরা, আগরতলায় তৃণমূলের প্রতিনিধিদল । আগরতলায় পৌঁছনো প্রতিনিধিদলকে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ তৃণমূলের । ৪টি গাড়ি প্রতিনিধিদের নিয়ে যেতে এলেও, ৩টি গাড়িকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে' । পুলিশের সঙ্গে তৃণমূল প্রতিনিধিদলের তর্কাতর্কি । বিমানবন্দরের বাইরে যেতে বাধা দিচ্ছে পুলিশ, অভিযোগ তৃণমূল প্রতিনিধিদলের।