ABP Ananda LIVE: বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে পা রাখল বর্ষা। কলকাতা-সহ সব জেলাতেই ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দুপুরের পর তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপের বর্তমান অবস্থান দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি ও বাঁকুড়ায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।