সম্প্রতি টানা শিরোনামে রয়েছে লাক্ষাদ্বীপ। মলদ্বীপের বদলে ডেস্টিনেশন লাক্ষাদ্বীপ? বাংলা থেকেই যাওয়া যায় সহজেই। কলকাতা থেকে ট্রেনে বা বিমানে কোচি। কোচি থেকে রয়েছে লাক্ষাদ্বীপের বিমান। রয়েছে জলপথেযাওয়ার সুযোগও। একাধিক আধুনিক ফেরি পরিষেবাও রয়েছে।