যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলাকে কেন্দ্র করে বিচার বিভাগীয় তদন্ত চাইছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, ‘আয়োজককে গ্রেফতার করতে হবে। যে সকল ব্যক্তিরা কষ্টের উপার্জন দিয়ে হাজার হাজার টাকার টিকিট কেটেছিলেন, তাঁদের টাকাও ফেরত দিতে হবে। একইসঙ্গে ক্রীড়াঙ্গনের যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণও দিতে হবে আয়োজক সংস্থাকে।’