মেক ইন ইন্ডিয়া থেকে শুরু করে ডিজিটাল ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া---গত ৯ বছরে মোদি সরকার এমন একগুচ্ছ প্রকল্প চালু করেছে, যার নামে রয়েছে ইন্ডিয়া। এখন সরকারি নথিতে ইন্ডিয়ার পরিবর্তে ভারত লেখার পর প্রশ্ন উঠছে, তাহলে মোদি সরকারের প্রকল্পে এতদিন ধরে ইন্ডিয়া শব্দের ছড়াছড়ি ছিল কেন?