প্রায় ৩০০ বছর আগে ঘন জঙ্গলে ঘেরা ছিল মন্দির। দেবীর দর্শন পাওয়া ছিল অত্যন্ত দুর্লভ। তাই দেবীর নাম 'দুর্লভা কালী'। পূর্ব বর্ধমান শহরের লাকুড্ডির এই পুজোকে কেন্দ্র করে আছে বহু জনশ্রুতি।