নিধিবন, বাঁকে বিহারি মন্দিরে (Banke Bihari Temple) ভক্তদের ভিড়। 'বিহার পঞ্চমী' উপলক্ষে বৃন্দাবনের (Vrindaban) মন্দিরে বিশেষ পুজো। বাঁকে বিহারিকে প্রথমে দুধ ঢেলে স্নান। এরপর ফুল মালায় সাজিয়ে পুজো নিবেদন।