ফাইনাল হারের ক্ষত এখনও দগদগে। বিশ্বকাপের পর প্রথমবার মুখ খুললেন শামি। দলের চেষ্টায় খামতি ছিল না, দাবি তাঁর। তাও কেন হারতে হল, বুঝতে পারছেন না শামি।