আজ দিয়েগো মারাদোনার তৃতীয় মৃত্যুবার্ষিকী। আর্জেন্তিনার কিংবদন্তি, ফুটবলের রাজপুত্র। তিন বছর আগে এদিনইহৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এখনও তাঁর রহস্য়মৃত্যুর তদন্ত চলছে।