নিজেকে খলনায়ক ভাবতে শুরু করেছিলেন অর্শদীপ (Arshdeep Singh )। প্রথম ৩ ওভারে দিয়েছিলেন ৩৭ রান। শেষ ওভারে মাত্র ৩ রান দিয়ে জেতান ভারতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India Vs Australia 5th T20) জয়ের নায়ক অর্শদীপই।