টি-২০ বিশ্বকাপের মূল দলে উপেক্ষিত রিঙ্কু সিংহ । তরুণ ক্রিকেটারকে যেন আগলে রাখছেন শাহরুখ। মুম্বই ম্যাচ খেলতে রওনা হয়ে গিয়েছে KKR। রিঙ্কুকে নিয়ে আলাদা বিমানে মুম্বই গেলেন নাইট মালিক। কলকাতা বিমানবন্দরে তাঁদের দেখে উচ্ছ্বাস।