জুনেই শেষ, অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী। বৃহস্পতিবারই অবসরের সিদ্ধান্ত জানান তিনি। কুয়েতের বিরুদ্ধেই ভারতের হয়ে শেষ ম্যাচ খলবেন ছেত্রী। কলকাতাতেই বসবে সেই ম্যাচের আসর।