ধর্মশালায় রেকর্ড যশস্বী জয়সওয়ালের। চলতি সিরিজে ৭১২ রান হয়ে গেল যশস্বীর। গাওস্কর ছাড়া এক সিরিজে এত রান নেই কারও। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সর্বোচ্চ রান। যশস্বী ভেঙে দিলেন বিরাট কোহলির কীর্তি।